অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর। ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। এ আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে অনন্য দলিল। বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়। শুরুতে প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। ২০০৮-০৯ অর্থ বছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০, ২০০৯-১০ অর্থ বছরে ৩০০ টাকা, ২০১০-১১ অর্থ বছরে ৩০০ টাকা বর্তমানে চাঁদপুর জেলায় ২০২১-২২ অর্থবছরে ৩২,২২৯ জন প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা হিসেবে ভাতা প্রদান করা হচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান সরকারের সময় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হল, বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছর হতে G2P পদ্ধতিতে (Government to Person) ভাতা বিতরণ করা হচ্ছে।
কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য
১. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;
২. অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;
৩. দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;
৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;
৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।
সংজ্ঞা:
‘প্রতিবন্ধী ব্যক্তি’ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ৩ এ বর্ণিত যে কোন ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন কোন ব্যক্তি;
প্রার্থী নির্বাচনের মানদন্ড:
১. আবেদনকারীকে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধী হতে হবে;
২. বাছাইকালে আবেদনকারীর আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আনতে হবে;
৩. ভাতা প্রদানের ক্ষেত্রে বৃদ্ধ/বৃদ্ধা প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হবে;
৪. ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধীগণ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে;
৫. নারী প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে;
৬. বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে;
৭. নতুন ভাতাভোগী মনোনয়নে অধিকতর দারিদ্রপীড়িত ও অপেক্ষাকৃত পশ্চাদপদ বা দূরবর্তী এলাকাকে অগ্রাধিকার দিতে হবে।
৮. চিকিৎসার লক্ষ্যে গরীব মানসিক/অটিস্টিক প্রতিবন্ধী শিশু (বয়স শিথিলযোগ্য) এবং সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।
২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক অসচ্ছল প্রতিবন্ধী খাতে বরাদ্দ
ক্রম নং | ইউনিয়নের নাম |
বরাদ্দ সংখ্যা
|
০১
|
দক্ষিণ পাইকপাড়া
|
৩৫১
|
০২
|
উত্তর গোবিন্দপুর
|
৩৮৯
|
০৩
|
উত্তর পাইকপাড়া
|
৪১৬
|
০৪
|
উত্তর রূপসা
|
৩৬০
|
০৫
|
দক্ষিণ ফরিদগঞ্জ
|
৩৩৯
|
০৬
|
দক্ষিণ রূপসা
|
২৮৯
|
০৭
|
দক্ষিণ গোবিন্দপুর
|
৩০৫
|
০৮
|
ফরিদগঞ্জ পৌরসভা
|
৫৮৫
|
০৯
|
পশ্চিম গুপ্টি
|
৩৮৬
|
১০
|
পশ্চিম চরদুখিয়া
|
২৬২
|
১১
|
পশ্চিম বালিথুবা
|
৩৪৪
|
১২
|
পশ্চিম সুবিদপুর
|
৩৮৬
|
১৩
|
পূর্ব গুপ্টি
|
৪০৬
|
১৪
|
পূর্ব চরদুখিয়া
|
৩৮৭
|
১৫
|
পূর্ব বালিথুবা
|
৩৫৪
|
১৬
|
পূর্ব সুবিদপুর
|
৩১৬
|
|
সর্বমোট
|
৫৮৭৯
|
ধন্যবাদান্তে
মুহাম্মদ মাহমুদুল হাসান
উপজেলা সমাজসেবা অফিসার
ফরিদগঞ্জ, চাঁদপুর।
০১৭০৮ ৪১৪ ৭৬২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস