Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর,  সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদওপ্রতিবন্ধীজনগোষ্ঠীকেসেবাপ্রদানকরছে।লক্ষ্যভুক্তএসকলজনগোষ্ঠীকেমানবসম্পদেপরিণতকরে সমাজসেবা অধিদফতর দারিদ্র্যবিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়, ফরিদগঞ্জ কর্তৃক গত তিন বছরে  ১৫ হাজার ৩৯৩ জন বয়স্ক ভাতাভোগী, ৪ হাজার ৩৮০ জন বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ৫ হাজার ৮৭৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ / বয়স্ক ভাতাভোগী ০২ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ / বয়স্ক ভাতাভোগী ৬৫ জন, বেদে জনগোষ্ঠীর বিশেষ / বয়স্ক ভাতাভোগী ৪৭ জন, হিজড়া শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ০১ জন, বেদে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ২২ জন, অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৫০ জন ভাতা অথবা উপবৃত্তি পেয়ে আসছেন।

সর্বমোট ২৫ হাজার ৭৬২ জন ভাতাভোগী’র ও ২৫৩ জন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে। সকল ভাতাভোগীর ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। ৬ হাজার জন প্রতিবন্ধী ব্যক্তির সনাক্তকরণ সম্পন্ন করেছে। বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের ডিজিটাল তথ্য ভান্ডার ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।


ধন্যবাদান্তে

মুহাম্মদ মাহমুদুল হাসান 

উপজেলা সমাজসেবা অফিসার 

ফরিদগঞ্জ, চাঁদপুর। 

০১৭০৮ ৪১৪ ৭৬২