Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপূঞ্জ

ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 


ফরিদগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ৫০ জন দরিদ্র,অসহায়,সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে বিনামূল্যে কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী, ঔষধপত্র, শীতবস্ত্র, গরম পানির কেতলি ও প্লাক্স বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা সমাজ সেবা অফিস কতৃক আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয় কর্তৃক পরিচালিত রোগীকল্যাণ সমিতির পক্ষ থেকে উক্ত সামগ্রী বিতরন করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ডা. আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার ও রোগীকল্যাণ সমিতির সম্পাদক মাহমুদুল হাসান, আরএমও ডাঃ কামরুল হাসান সমাজ সেবার ফিল্ড সুপারভাইজার পান্না রহমান, অফিস সহকারী ফজলে বারী প্রমুখ।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ডা. আশরাফ আহমেদ চৌধুরী বলেন, ফরিদগঞ্জ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের জন্য রোগীকল্যাণ সমিতি কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা সহায়তার মাধ্যমে রোগীরা অনেক উপকৃত হয়ে থাকেন।
প্রকৃত দরিদ্র ও অসহায় রোগীদেরকে হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কামরুল হাসান ও অন্যান্য মেডিকেল অফিসারের সহযোগিতায় যাচাই করে ঔষধপত্র, কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং নিয়মিতভাবে রোগী সংশ্লিষ্ট সেবা সহায়তা প্রদান করা হয়েছে।