Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী

বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ। অন্যান্য প্রতিবন্ধিতার পাশাপাশি এ দেশে বিপুল সংখ্যক শিশু/ব্যক্তি অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যার শিকার। স্নায়ু বিকাশের ভিন্নতাজনিত সীমাবদ্ধ পরিস্থিতিতে এ সকল মানুষ যথাযথভাবে সামাজিক যোগাযোগ, চলাফেরা, ভাববিনিময় এবং দৈনন্দিন কার্য নির্বাহে পরিপূর্ণ অংশগ্রহণে সমর্থ হয় না। ফলে প্রয়োজন হয় জীবনব্যাপী যত্নপরিচর্যা। প্রতিটি নাগরিকের মত প্রতিবন্ধী ব্যক্তিরও পূর্ণমর্যাদা বা অধিকার নিয়ে বেঁচে থাকা ও বসবাসের অধিকার রয়েছে। এ লক্ষ্যে ২০০৬ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (UNCRPD) ঘোষণা করে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদে স্বাক্ষর ও অনুসমর্থন করে। তারই আলোকে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধীতার ধরণ ও মাত্রানুসারে সেবা প্রদানের কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ২০১৩ সনে স্নায়ুবিকাশ জনিত প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়নে ‘নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ প্রণয়নের মাধ্যমে ট্রাস্ট স্থাপনের পর সরকার ২০১৪ সনে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ড নামে একটি বোর্ড গঠন করে। নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ট্রাস্ট বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। 


ধন্যবাদান্তে

মুহাম্মদ মাহমুদুল হাসান 

উপজেলা সমাজসেবা অফিসার 

ফরিদগঞ্জ, চাঁদপুর। 

০১৭০৮ ৪১৪ ৭৬২