Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফরিদগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
বিস্তারিত

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সফট স্কিল প্রশিক্ষণার্থীদের মধ্যে পেশার মান উন্নয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে  ২৫ মে বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা'র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার  মাহমুদুল হাসান  এর পরিচালনায়এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।তিনি বলেন  ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই অনুদান প্রদান।তিনি আরো বলেন, কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও পিতল ও কাসা পণ্যপ্রস্তত কাজে নিয়োজিত আজকের সুবিধাভোগী যারা অনুদানের টাকা পাবেন, আপনারা নিজ নিজ পেশার উন্নয়নে সেটি কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন। সরকারের প্রত্যাশা, এই অনুদানের টাকা আপনারা অনুৎপাদনশীল কাজে খরচ না করে নিজেদের পেশার উন্নয়নে ব্যয় করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  জিএস  তছলিম আহমেদ উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান  মাজেদা বেগম।সভাপতির বক্তব্যে ইউএনও তাসলিমুন নেছা বলেন, উন্নত দেশ গঠন একা সরকারের কাজ নয়। সমাজের প্রত্যেকটি মানুষ, পেশাজীবীকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হলে, কর্মদক্ষতা বৃদ্ধি পেলে তবেই উন্নত এক সমাজ ও দেশের শীর্ষে আমরা পৌঁছতে পারব।উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে ফরিদগঞ্জ উপজেলায়  ১২১ জনের মধ্যে ২১ লক্ষ ৭৮  হাজার টাকা,প্রতিজনকে ১৮ হাজার টাকা করে অনুদান দিয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/05/2022
আর্কাইভ তারিখ
13/12/2022