Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ফরিদগঞ্জে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেসন শুরু
Details

##ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশনের ঘোষণা##


আসসালামু আলাইকুম।


সরকারি নির্দেশনা অনুযায়ী সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সকল ধরনের ভাতার লাইভ ভেরিফিকেশন অর্থাৎ ভাতাভোগীকে কমিটির সম্মুখে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে উল্লিখিত ভেরিফিকেশনের মাধ্যমে যে সমস্যাগুলোর সমাধান হবে:


১. বয়স্ক ভাতাভোগীদের মৃত্যুর তথ্য সঠিক সময়ে অফিসে আসছে না, যার কারণে বছরের পর বছর মৃতদের আত্মীয় ভাতার অর্থ উত্তোলন করছে।


২. বিধবা ভাতাভোগীদের অনেকেই ২য় বিয়ে বন্ধনে আবদ্ধ হলেও অফিসে তথ্য প্রদান করা হচ্ছে না, যার কারণে সরকারি অর্থের অপচয় হচ্ছে।


৩. অনেক ভাতাভোগী জানেই না যে তাদের ভাতা হয়েছে, ভিন্ন কেউ হয়তো তার ভাতার অর্থ উত্তোলন করছে।


৪. ভুয়া প্রতিবন্ধী শনাক্তকরণ প্রয়োজন।


৫. হ্যাকারদের বিরুদ্ধে জন-সচেতনতা সৃষ্টির মাধ্যমে হ্যাকিং চিরস্থায়ীভাবে বন্ধ করা।


উপরিল্লিখিত সমস্যাসমূহের সমাধানে আগামী মাস থেকে প্রতিটি ওয়ার্ড/গ্রামে শুরু হতে যাচ্ছে লাইভ ভেরিফিকেশিন। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়।


শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান মহোদয়ের তত্বাবধানে, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব তাসলিমুন নেসা মহোদয়ের দিকনির্দেশনায়, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল খায়ের পাটওয়ারী মহোদয়ের পরামর্শে এবং ইউনিয়ন চেয়ারম্যান (সকল) মহোদয়বৃন্দের সার্বিক সহযোগিতায় পরিচালিত হবে এই সুবিশাল কর্মযজ্ঞ।


ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সকল সদস্যবৃন্দ এতে সার্বিক সহযোগিতা করবেন।


জাতির পিতার সোনার বাংলা গড়ার প্রয়াশে বাংলার প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অন্তর্ভূক্তিকরণের মাধ্যমে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজসেবা অধিদফতর অঙ্গিকারবদ্ধ। 


কৃতজ্ঞতায়


মাহমুদুল হাসান

উপজেলা সমাজসেবা অফিসার

ফরিদগঞ্জ, চাঁদপুর।

ও 

কার্যালয়ের সদস্যবৃন্দ।

Attachments
Image
Publish Date
15/07/2023
Archieve Date
31/12/2023