সমাজসেবা অধিদফতরাধীন উপজেলা সমাজসেবা কার্যালয় ফরিদগঞ্জ, চাঁদপুর এর আওতায় প্রায় ৮ (আট) হাজার প্রতিবন্ধী ব্যাক্তি (সুবর্ণ নাগরিক) রয়েছেন, যাঁরা সমাজের সবচেয়ে পশ্চাৎপদ এবং মানবেতর অবস্থায় জীবনাতিপাত করে থাকেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁদের প্রতি সেবার হাত প্রসারিত করা সকল নাগরিকেরই কর্তব্য। কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার তাঁদের প্রতি সকল ধরনের সেবাপ্রাপ্তির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এ প্রেক্ষিতে সরকারের নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ এর টিকার আওতায় ফরিদগঞ্জ উপজেলার সকল প্রতিবন্ধীকে আনার জন্য আপনার বিশেষ উদ্যোগ ও সহযোগিতা একান্ত কাম্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS